ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা করলে ছাড় নেই: জেলা প্রশাসক 

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৭ পিএম

অচিন্ত্য মজুমদার,
ভোলা থেকে:

ভোলার ইউপি নির্বাচনকে সামনে রেখে কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপকে ছাড় দেয়া হবে না বলে ঘোষনা দিয়েছেন ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। সোমবার (২৯ ফেব্রুয়ারী) ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ন অবস্থানের মধ্যে দিয়ে সকল দলের প্রার্থীরা নির্বাচনে প্রচারনা চালাবেন। সেই ক্ষেত্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভপতি মোশারেফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরসহ প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: