হিজাব পরায় মেডিকেল ছাত্রীকে হুমকি!

প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৫:২৯ পিএম

ভারতের উত্তরবঙ্গে একটি মেডিকেল কলেজে হিজাব পরায় এক ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, মেডিকেলের ফাইনাল ইয়ারের ওই ছাত্রী অভিযোগ, ১০ থেকে ১২ জনের দল ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে এসে তাকে হুমকি দেয়। তার দাবি, অভিযুক্তরা বহিরাগত। 

শনিবার (২৫ মে) উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। 

এ বিষয়ে ওই ছাত্রী বলেছেন, ‘ওইদিন রাত ১০টা নাগাদ আমি ক্যান্টিন থেকে বন্ধুদের সঙ্গে ফিরছিলাম। সে সময় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল। আগে কখনও ওদের আমি দেখিনি। আমরা আমাদের মতো হাঁটছিলাম। কিন্তু আমি হিজাব পরে আছি দেখে ওরা আমাদের দিকে আঙুল তুলে জয় শ্রী রাম, জয় শ্রী রাম বলে চিৎকার করতে থাকে। এর পরে ওই ১০-১২ জন আমাদের দিকে তেড়ে আসছিল। বাঁচতে আমরা দৌঁড়ে পালাই।’ 

অতীতে কখনও তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারী ছাত্রী।

সেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তার দাবি, স্থানীয় থানা প্রথমে তার অভিযোগ নিতে অস্বীকার করেছিল। পরে এফআইআর থেকে ‘হুমকি’ শব্দ বাদ দেওয়ার শর্তে অভিযোগ গ্রহণে রাজি হয় পুলিশ। পরের দিন অবশ্য পুলিশ পূর্ণাঙ্গ অভিযোগ গ্রহণ করেছিল। সূত্র: এই সময়

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: