সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ৩১ মে ২০১৯, ০৯:৪৭ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিজের বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মে) দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের চরব্রাহ্মণদী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৌদি প্রবাসী মিরাজ হাওলাদার (৪৫) ও তার স্ত্রী চায়না বেগম (৩৫)।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, শুক্রবার দুপুরে সৌদি প্রবাসী  মিরাজ হাওলাদার বাড়ির সেফটিক ট্যাংকটি পরিষ্কার করতে নামেন। দীর্ঘসময় পরেও তিনি উঠে না আসায় তার স্ত্রী চায়না বেগমও সেফটিক ট্যাংকে নামেন। পরে দুজনেরই কোনও হদিস না পাওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।

জানা গেছে, প্রায় একমাস আগে ঈদ করতে বাড়িতে আসেন সৌদি প্রবাসী মিরাজ হাওলাদার। ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে স্বামী-স্ত্রীর এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: