এই বাজেট দেখে আমি খুব আশ্চর্য হই: রুহিন হোসেন

প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৯:২১ পিএম
প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, আমি খুব আশ্চর্য হই এই বাজেট দেখে। বাজেটের শিরোনামে বলা আছে, সমৃদ্ধির সোপানে বাংলাদেশ সময় এখন আমাদের। এই আমাদেরটা কারা? বৃহস্পতিবার (১৩ জুন) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন। সঞ্চালকের উদ্দেশ্যে রুহিন হোসেন প্রিন্স বলেন, যে সংসদে বাজেট উত্থাপিত হয়েছে, সে সংসদে আমি-আপনি নাই। আমার পয়েন্টটা হচ্ছে, যদি আমি-আপনি থাকতাম তাহলে বাজেটটা অন্যভাবে হত। তিনি বলেন, উত্থাপনকারী কয়েকজন ব্যক্তি অথবা আমাদের সংসদে অধিকাংশ যারা ডমিনেট করে তথ্য বলছে, ৭০ পার্সেন্ট এর উপরে তারা ব্যবসায়ী। যারা সংসদে আছে অধিকাংশই মালিকপক্ষ। দরিদ্রের পক্ষের প্রতিনিধি নাই। প্রিন্স বলেন, একটা বাজেট যখন হয় সাধারণ মানুষের কি মনে হয়? একটা সময় ছিল ভীতি। দাম বাড়ল কি না বা ভবিষ্যতে কি হবে। আমি দেখলাম আমাদের অর্থমন্ত্রী বললেন, কোন দাম বাড়ছে না। কিন্তু খুবই কৌশল করে সম্প্রতিকালে এমন পরিস্থিতি করা হয়েছে যে, বাজেটে এটা বাড়ানোর দরকার নেই। অন্যান্য সময়ে এটা বাড়ানো হবে। তিনি বলেন, ঈদের আগে সংবাদ সম্মেলনে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, গ্যাসের দাম বাড়বে। আবার পানির বিল একটি কাগজের খোঁচায় বাড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন সময় বাড়ানোটা এখন আর বাজেটের উপর নির্ভর করে না। এখন আর আগের মতো ধারা নেই। ধারা পরিবর্তন কেন করা হয়েছে? মানুষের বিক্ষোভ দমনের জন্য। তিনি আরও বলেন, কৃষকের যে কান্না ছিল এবারের বাজেটে কি সুরক্ষা দেওয়া হয়েছে? তার মানে তেল মাথায় তেল ঢালা হল, বড়লোক কে আরও বড় করবে এই বাজেট বাস্তবায়িত হলে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: