হেরে সাকিবকে নিয়ে যা বললেন আফগান অধিনায়ক!

প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০২:২৯ পিএম
বরাবরই আফগান ক্রিকেটারদের নিজেদেরকে নিয়ে উচুঁ বাক্যে কথা বলার মনোভাবটা একটু বেশি। রশিদ-নবীরা ভালো মানের ক্রিকেটার হলেও তাদের এই মানসিকতার কারণে বহুবার নিন্দনীয় হতে হয়েছে ক্রিকেট বিশ্বে। এই যেমন বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নবী বলেছিলেন, ‘অবশ্যই বাংলাদেশের বিপক্ষে আমরাই ফেবারিট।’ তাদের অধিনায়ক গুলবাদিন নাইব বলেছিলেন, ‘বিশ্বকাপ থেকে যেহেতু আমরা বাদ পড়েছি, সেহেতু বাংলাদেশকেও আমাদের সেই যাত্রায় সঙ্গী করবো।’ তাদের এই সকল মন্তব্যের বেশ সমলোচনাও হয়েছিল ক্রিকেট পাড়ায়। তবে সকল সমলোচনার জবাব টাইগাররা দিয়েছেন মাঠে ব্যাটে-বলে। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে ৬২ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে টাইগারদের জয়ে বড় ভূমিকা রেখেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জয়ে ৭ পয়েন্ট পেয়ে সেমির স্বপ্ন জাগিয়ে রাখলো টিম টাইগার। এদিকে ম্যাচ জয়ের সব কৃতিত্ব সাকিবকে দিলেন আফগান অধিনায়ক। সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্সের ব্যাপারে আফগান অধিনায়ক বলেন, ‘অবশ্যই, শেষ দুইটি ম্যাচে আমরা কঠিন খেলা খেলেছি। আজ ফিল্ডিংয়ে আমরা ৩০-৪০ রান বেশি দিয়েছি। উইকেট ধীরগতির ছিলো, যা স্পিনারদের সহায়তা করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা আমাদের সহায়তা দেয়নি। তবে সব কৃতিত্ব সাকিবেরই। সেই পার্থক্য গড়ে দিয়েছে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: