সব বিমান, স্থল ও নৌবন্দরে ‘রেড এলার্ট’

প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৮:০৭ পিএম
বরগুনা সদর কলেজ গেটে স্ত্রীর সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় রিফাত শরীফকে। সেই ভিডিওচিত্র ভাইরাল হওয়ার পর কেঁপে উঠেছে সাধারণ মানুষের বিবেক। এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ঘাতক সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড দীর্ঘদিন ধরে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে উত্ত্যক্ত করে আসছিল। রিফাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে বড় ধরনের ক্ষতির হুমকিও দেয় সে। এমনকি বুধবার রিফাতকে হত্যার আগেও তাকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল সে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত নয়ন। থানা পুলিশের সখ্য কাজে লাগিয়ে তাদের ম্যানেজ করে সাজানো মামলায় রিফাতকে জেলও খাটায় সে। ১০ গ্রাম গাঁজার মামলায় কারাভোগের পর জামিনে বেরিয়ে আসেন রিফাত। এরপর অন্তত ১২ সহযোগী নিয়ে রিফাতকে হত্যার ছক কষে নয়ন। খুনিরা যাতে দেশ ছেড়ে না পালাতে পারে সেজন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৮ জুন) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বলেন, বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ পুলিশ। ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিরা যাতে পালাতে না পারেন সেজন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে। জড়িত অন্যদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধও করেন সেই পুলিশ কর্মকর্তা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: