বাকী আসামিদের গ্রেফতার করতে বর্ডারে কড়া নিরাপত্তা

প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৯:০৫ পিএম
বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র রিফাত শরীফের হত্যাকাণ্ডের এজাহারভূক্ত ২ আসামি চন্দন ও হাসান এবং সন্দেহভাজন নাজমুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। এ হত্যা মামলার উদ্দেশ্যে শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ও বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংএ বলেন, রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ২ জন ও সন্দেহভাজন একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকী আসামিদের গ্রেফতার করতে। এ জন্য বরগুনার প্রতিটি পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে। এ ছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে যাতে বাকী আসামিরা বাহিরে পালিয়ে যেতে না পারে। বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম আরও বলেন, এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বিভাগের কারও যদি গাফিলতা পাওয়া যায়, তাহলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা আশা করছি অবিলম্বে বাকী আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, এ চাঞ্চল্যকর হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: