জাবিতে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ সংগঠনের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০১:১৬ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সেমিনার রুমে কমিটি ঘোষণা করেন জাবি শাখার মডারেটর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। কমিটিতে ইতিহাস বিভাগের নূরুজ্জামান শুভ (৪৫ ব্যাচ) কে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ নাহিদ হাসানকে (৪৬ ব্যাচ) সাধারণ সম্পাদক হিসাবে মনোনিত করা হয়েছে। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক হাছিবুল ইসলাম, অর্থ সম্পাদক মাধবী সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক জান্নাতুল রিতা, স্টুডেন্ট ওয়েলফেয়ার সম্পাদক জিহাদুজ্জামান, মিডিয়া এবং কমিউনিকেশন সম্পাদক শিহাব উদ্দিন, ভলান্টিযার সম্পাদক আশিকুল হাবিব, ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক হালিমা সাদিয়া, অফিস সম্পাদক ইসরাত তামান্না, সহঃঅর্থ সম্পাদক সুমাইয়া ইসলাম মুমু। আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি বেলাল হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ দেশব্যাপী তরুণদের নিয়ে কাজ করে। সক্রিয় নাগরিকত্ব, টেকসই উন্নয়ন, ইক্যুয়টি, সমাজের অবহেলিত মানুষদের জন্য কাজ করে। বর্তমানে এর তিনটি শাখা রয়েছে। চলমান প্রকল্পগুলো হল – অদম্য, গ্রীন স্কুল, রিভোট স্কুলিং, জাকাত ফর চেঞ্জ, লিডারশিপ তৈরি করার জন্য তরুণদেরকে নিয়ে বিভিন্ন ধরণের প্রশিক্ষণের আয়োজন করে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: