বিমানে জম জমের পানি আনা নিয়ে নতুন সিন্ধান্ত

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০২:৪৭ পিএম
জমজমের পানি নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠা যাবে না। ইন্ডিয়ার বিমানের ফ্লাইটে জমজমের পানি বহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছিল। নিষেধাঞ্জা আনার পরপরই এর বিরুদ্ধে প্রতিবাদ করে মুসলমানরা। আর এতেই নতুন করে সিন্ধান্ত নিতে হলে কর্তৃপক্ষকে। মঙ্গলবার সকালে নিজেদের অফিশিয়াল সাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে এয়ার ইন্ডিয়া। হজ সেরে ফেরার পথে প্রত্যেক হাজীই গড়ে ৫ লিটার করে জল নিয়ে ফিরতে পারবেন। এয়ার ইন্ডিয়া এবং হজ কমিটির স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী হজ কমিটি অফ ইন্ডিয়া এদিন একথা জানিয়ে দেয়। বিমান সংখ্যা AI966 এবং AI964 এই দুটি উড়ানে এবার জম জম জল নিয়ে বাড়ি ফিরতে পারবেন হজ তীর্থ যাত্রীরা। কারণ জল নিয়ে সফর না করা সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে, অনুমতিযোগ্য পরিমাণে জল নিয়ে ফেরা যাবে। টুইটারে নিজেদের নয়া নির্দেশিকা জানিয়ে এয়ার ইন্ডিয়া বলেছে, “বিমান সংখ্যা AI966 এবং AI964-এ জম জম জল নিয়ে যাওয়ার যে নিষেধাজ্ঞা ছিল তা সংশোধন করে আমরা জানাচ্ছি, নির্দিষ্ট করে দেওয়া মালপত্রের পরিমাণ অনুযায়ী তারা জম জম জলের ক্যান নিয়ে যেতে পারবেন। যাত্রীদের এহেন অসুবিধের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: