বরগুনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০২:৩০ এএম
র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। পরিবার পরির্কপনা বিভাগ দিবসটি পালন করেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে র‌্যালী শেষে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবদুস সালাম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: সোহরাব উদ্দিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহাবুব আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগ-বরগুনার সহকারি পরিচালক ডা. আফরোজা বেগম। আলোচনা করেন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নিজাম উদ্দিন ও পরিবারকল্যাণ সহকারি শাহানা ইয়াসমিন আখি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: