ধূমপানের দিকে ঝুঁকছে স্কুলের বাচ্চারা

প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ১০:৫৫ পিএম
তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। এখনকার তরুণরা আগামীতে দেশের প্রতিনিধিত্ব করবে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক হতে গিয়ে তরুণ সমাজের অনেক ছেলে মেয়েই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই আসক্ত হচ্ছে মাদকের দিকে। আধুনিক সমাজের সাথে নিজেকে খাপ খাওয়াতে গিয়ে তরুণ ছেলেরা অল্প বয়সেই ঝুঁকছে ধূমপানসহ নানারকম মাদকের দিকে। রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে গেলেই দেখা মেলে তরুণদের। যারা দিনের আলো নেভার সাথে সাথে মেতে উঠে নেশার আসরে। স্কুল পড়ুয়া ছেলেদের দেখা যায় স্কুল ফাঁকি দিয়ে রাস্তার পাশে কিংবা চায়ের দোকানে বসে ধূমপান করছে। বৃহস্পতিবার সরেজমিনে এমন কিছু দৃশ্য দেখা যায় গুলশান এলাকায়। স্কুল চলাকালীন সময়ে বেশ কিছু ছাত্র যাদের বয়স ১২-১৪ হবে, রাস্তার পাশে দোকান থেকে সিগারেট কিনে লুকিয়ে খাচ্ছে কয়েকজন বন্ধু মিলে। কথা বলতে গেলে তারা কোন প্রতি উত্তর না দিয়ে চলে যায়। এ বিষয়ে কথা বলতে চাইলে একজন অভিভাবক জানান, তরুণরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ কিন্তু এখনকার সময় এত বেশি আপডেট হয়েছে যে আশেপাশের মানুষজনের কাছ থেকে ভালো কিছু শেখার জায়গায় অনেকে খারাপের দিকে যাচ্ছে। এক্ষেত্রে পরিবারের একটা দায়বদ্ধতা তো থাকেই। পরিবারের উচিত তার ছেলে মেয়ে কখন কোথায় কার সাথে মিশছে সেদিকে খেয়াল রাখা৷ অনেক বাবা মা রয়েছেন যারা ঠিকমত নিজের ছেলে মেয়েদের খোঁজ রাখেন না৷ পরিবার ও পরিবেশ থেকেই ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করবে কিন্তু এই সময়ের ছেলে মেয়েরা অনেকেই পরিবারের কথা শুনে না। এদেরকে নিয়ন্ত্রণে আনা উচিত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: