পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০১:৪৫ এএম
পাকিস্তান বেসামরিক বিমান চলাচলের জন্যে তাদের আকাশসীমা পুনরায় পুরোপুরি খুলে দিয়েছে। ভারতের সাথে যুদ্ধ বেঁধে যাওয়ার অবস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কয়েকমাস আগে দেশটির আকাশীসীমা বন্ধ করে দেয়া হয়েছিল। সরকারি সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) জানায়, সব ধরণের বেসামরিক বিমানের জন্যে পাকিস্তানের আকাশ অবিলম্বে উন্মুক্ত হচ্ছে। সিএএ’র একজন মুখপাত্র ভারতীয় সীমান্ত সংলগ্ন পূর্বাঞ্চলের আকাশ খুলে দেয়ার বিষয়টিও নিশ্চিত করেন। চলতি বছর ফেব্রুয়ারিতে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশে হামলা পাল্টা হামলার ঘটনার পর ইসলামাবাদ তার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে ভারতসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে সমস্যা তৈরি হয় বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়, এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটে (এটিএস) প্রকাশিত সব ধরনের বেসামরিক চলাচলের জন্য পাকিস্তানের আকাশপথ উন্মুক্ত হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এরপর রাত ১২টা ৪১ মিনিট থেকে ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশপথ উন্মুক্ত থাকার ঘোষণা আসে। ইসলামাবাদের এই পদক্ষেপে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়া। পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়ার একাধিক আন্তর্জাতিক বিমানকে ভিন্নপথে চলাচল করতে হচ্ছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: