বরগুনায় পরীক্ষায় ফেল করায় কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৪:০৯ পিএম
বরগুনায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় রাসেল (১৭) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে রাসেল তার নিজে ঘরে আত্মহত্যা করে। রাসেল বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার বাসিন্দা মো. মালেকের ছেলে। সে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিলে সে ইংরেজি ২য় পত্রে অকৃতকার্য হয়। এ কারণে রাসেল আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার পরিবার। রাসেলের বাবা মালেক বলেন, ইংরেজি পরীক্ষায় রাসেল ফেল করেছে। ফেল করা সাবজেক্টের রিকাউন্টের জন্য আজ টাকাও দিয়েছি। সারাদিন কাজ শেষে রাতে বাসায় এসে ভাত খেতে ডাকতে গিয়ে দেখি ঘরের দোতলার আড়ার সাথে ঝুলছে। বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা ডা. শংকর বলেন, এটি একটি হ্যাংগিং হিস্ট্রি ছিল। আমাদের এখানে তাকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল তাই আমরা কিছুই করতে পারিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: