ছেলে ধরা গুজব, এবার ভবঘুরেকে পাথর দিয়ে থেঁতলে খুন

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ০৩:১৬ এএম
ছেলে ধরা গুজবে গত কয়েকদিনে বাংলাদেশে প্রাণ হারিয়েছে কমপক্ষে দশজন। আর হামলার শিকার হয়ে বেঁচে গেছেন অনেকেই। এমতাবস্থায় ছেলে ধরার এ গুজব ছড়িয়ে পড়েছে পাশ্ববর্তী রাষ্ট্র ভারতেও। সে দেশে এরই মধ্যে ছেলেধরা সন্দেহে গণুপটুনিতে কয়েকজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সর্বশেষ সোমবার (২২ জুলাই) শুধু সন্দেহের বশে এক ভিক্ষুককে পিটিয়ে ও পাথর দিয়ে তার মাথা থেঁতলে হত্যা করে এলাকার কিছু বাসিন্দা। এ ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের ডুয়ার্সের নাগরাকাটা থানা এলাকার শুলকাবাড়ি বাজারে। প্রত্যক্ষদর্শীদের জানায়, সোমবার সকালে ওই ব্যক্তি মহিলা সেজে এলাকায় ঘুরছিলেন। নাগরাকাটা এলাকার বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই ওই এলাকায় ‘ছেলেধরা’ র গুজব ছড়াচ্ছে। সোমবার সকালে ওই ব্যক্তিকে মেয়েদের পোশাকে উদ্দেশ্যবিহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে শুলকাবাড়ি বাজারে কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময় কেউ কেউ ওই ব্যক্তিকে ছেলেধরা বলে সন্দেহপ্রকাশ করে। অভিযোগ, তারপরেই কয়েকজন ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির উপর। বাজারের মধ্যেই বাঁশ,লাঠি দিয়ে মারা শুরু করে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন পুলিশকে জানিয়েছেন, রাস্তার পাশে ফেলে রাখা পাথর দিয়েও থেঁতলে মারা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মালের এসডিপিও দেবাশিস চক্রবর্তী বলেন, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গুজবের জেরেই এই ঘটনা। আমরা এই গনপিটুনির সঙ্গে যুক্ত কয়েকজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে। এখনও মৃতের পরিচয় এবং ঠিকানা জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে মৃত ভবঘুরে। তিনি বহুরুপী সেজে বিভিন্ন বাজার এলাকায় অর্থোপার্জন করতেন। তার সামান্য মানসিক সমস্যাও ছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: