বন্যার্তদের মাঝে তথ্য প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ০৩:২৮ এএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি। সোমবার (২২ জুলাই) সকালে দিনব্যাপী পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দলীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নির্বাচিত এমপি তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান। সোমবার সকালে তথ্য প্রতিমন্ত্রী পিংনা ইউনিয়নের পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি পরে আওনা ইউনিয়নের ২নং জেটিঘাট-২ এলাকায় ত্রাণ বিতরণ করেন। দুপুরে বয়ড়া ইউনিয়নের বয়ড়া ব্রীজ এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দূর্গত মানুসদের মধ্যে ত্রান বিতরণ করেন। বিকেলে কামরাবাদ ইউনিয়নের র‌্যালী ব্রীজ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের শান্তনা দেন এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুলসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় ৫হাজার বন্যার্ত মানুষের মাঝে ১০ কেজি চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানাগেছে। শুকনা খাবারের মধ্যে মুড়ি, চিড়া, চাল, মোমবাতি, স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, দিয়াশলাই, সয়াবিন তৈল দেয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: