প্রিয়া সাহা খেলার গুটি

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ০৯:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার অভিযোগ কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বলে জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এর পিছনে মস্ত বড় খেলা আছে এবং সেই খেলায় একটি গুটি মাত্র প্রিয়া সাহা। যাকে আমি ভালো করে চিনতামও না কিছু দিন আগে। তিনি (প্রিয়া সাহা) ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে বিচার দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত করেছেন বলে মনি করি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনু্ষ্ঠানে উপস্থিত হয়ে সঞ্চালকের করা এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। প্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন। এ বিষয়ে সঞ্চালক জানতে চাইলে সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, উনাকে মার্কিন স্ট্রেট ডিপার্টমেন্ট আমন্ত্রণ জানোর উদ্দেশ্য আমার কাছে পরিস্কার নয়। তবে খোলা চোখে যা দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। উনি কাকে বিচার দিলেন, কেন দিলেন? তাকেই বা কেন দাওয়াত করে নিয়ে যাওয়া হল? এটা সরকারকে খুঁজে বের করতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যে হচ্ছে, তা প্রিয়া সাহার বক্তব্যে প্রমাণিত। আমি মনে করি, এটা তার ব্যক্তিগত লাভের জন্য করেনি। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়েই সে বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছে বিচার দিয়েছেন। তিনি (প্রিয়া সাহা) এটা কখনও করতে পারেন না। তবে সে তো গুটি। তাকে দিয়ে কেউ খেলাতে চাচ্ছে বাংলাদেশের হাজার বছরের বাঙ্গালীর চেতনা ও অসম্প্রদায়িকতার বিরুদ্ধে। এখানে আমাদের সকলকে এক হতে হবে। নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রিয়া সাহা কেন এমনটি করলেন, প্রথমে আমার বুঝতে অসুবিধা হলেও এখন কিছুটা বুঝতে সক্ষম হয়েছি- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এই এগিয়ে চলাকে অনেক রাষ্ট্র বা গোষ্ঠি ভালো ভাবে নিচ্ছে না। দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে দেশের সংখ্যালঘু গোষ্ঠির মাধ্যমে অস্থিরতা সৃষ্টিই উদ্দেশ্য। পৃথিবীর কোন রাষ্ট্রতেই সংখ্যালঘু সম্প্রদায় যে খুব স্বস্তিতে থাকে তা কিন্তু নয়। তবে আমাদের দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই মিলেমিশে বসবাস করি। আর এট একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। এসময় তিনি আরও বলেন, লাখ শহীদের রক্তে অর্জিত আমাদের স্বাধীনতা ও সংবিধানকে ছুরি মেরেছে প্রিয়া সাহা। তার উদ্দেশ্য স্পষ্ট, আর তা হল রাষ্ট্রবিরোধী, সাম্প্রাদায়িকতা ছড়ানো। অতএব তার বক্তব্যকে কোন অবস্থাতেই ছোট করে দেখার সুযোগ নেই। তার বিচারে দাবি করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: