বরগুনার তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৬:১৫ পিএম
বরগুনা সদর, আমতলী ও বেতাগী উপজেলায় তিন ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটাররা তাদের ভোটাধিকার যাতে সহজে প্রদান করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। বরগুনা সদর: বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ২০ হাজার ১৯০ জন। নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে এ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমতলী উপজেলা: আমতলী পৌরসভার সীমানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের তিন বছর পর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার আমতলী সদর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩৮৫ জন। ইউনিয়নের চেয়ারম্যান ৬ জন, ইউপি সদস্য ৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বেতাগী উপজেলা: উপজেলার বেতাগী সদর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেখানে র‌্যবা, বিজিবি, পুলিশ, আনসার, ভ্রাম্যমাণ আদালত, স্ট্যাইকিং ফোর্স ও আনসার পুলিশ সমন্বয়ে এপিপিএন টিমসহ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ হাওলাদার জানান, বরগুনার এ তিন উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: