কেউ ফিরছেন হাসি মুখে, কেউ গোঁমড়া মুখে!

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৪:৩১ পিএম
আসছে পবিত্র ঈদুল আজহা। আগামী ১১ অথবা ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই রাজধানী ঢাকা থেকে সারাদেশে যাওয়ার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কর্তৃপক্ষ। বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির ১৬ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে রাজধানীর প্রতিটি বাস স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু করেছে বাস শ্রমিকরা। বাসের টিকিট বিক্রি শুরুর প্রথম দিন শুক্রবার (২৬ জুলাই) ও দ্বিতীয় দিন শনিবার (২৭ জুলাই) ছুটি থাকায় এ দু’দিন রাজধানীর সায়েদাবাদ গোলাপবাগ, টিটি পাড়া, কমলাপুর, আরামবাগ, ফকিরাপুল, গাবতলী ও মহাখালী এলাকার বাস কাউন্টার গুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। শ্যামলী ও হানিফ পরিবহনের কাউন্টারম্যানের সাথে কথা বলে জানা যায়, ৮-১০ (আগস্ট) তারিখের টিকিটেরই বেশি চাহিদা ছিল। এই তিন দিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এই তিনদিনের টিকিট নেই। এদিকে বাস যাত্রীরা প্রতি ঈদের টিকিট কিনতে এসে যেভাবে ক্ষোভ প্রকাশ করেছে এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তাদের দাবি ঈদের টিকিট বাস কাউন্টারগুলো সঠিকভাবে নিয়ম মেনে দিচ্ছে না। টিকিট বিক্রির দ্বিতীয় দিনের শুরুতেই কাউন্টার থেকে বলা হচ্ছে ৮-১০ তারিখের টিকিট নেই। কিভাবে এতো কম সময়ের মধ্যে এই তিন দিনের টিকিট বিক্রি শেষ গেল? তাছাড়া টিকিট বিক্রির প্রথম দিনেই অনেক কাউন্টার থেকে বলা হয়েছে টিকিট নেই। অথচ আমরা যখন চাঁদ রাতে বাড়িতে যাওয়ার জন্য টিকিট চাই তখনও কিন্তু তারা টিকিট দেয়। তবে দাম নেয় তিন গুণ বেশি। তাহলে এখন টিকিট নেই কেন বলা হচ্ছে? এসব দেখার কি কেউ নেই? শনিবার (২৭ জুলাই) রাজধানীর সায়দাবাদ বাস স্টেশনের সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকেই ৮-১০ তারিখের টিকিট না পেয়ে অন্য দিনের টিকিট কেটে মুখ গোঁমড়া করে ফিরে গেছেন। আবার অনেকে নিজের পছন্দের টিকিট পেয়ে বেশ হাসিখুশি মুখে চলে গেছেন। রাজধানী ফকিরাপুল এলাকায় বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে আসা আব্দুল জলিল বিডি২৪লাইভকে জানান, আমি কক্সবাজারের যাওয়ার টিকিট নিতে এসেছিলাম। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ৮-১০ তারিখের কোন টিকিট পাইনি। পরে বাধ্য হয়ে ১১ আগস্টের টিকিট নিয়েছি। তাও আবার বাসের পেছনের দিকে। ঈদের এতো আগে টিকিট সংগ্রহ করতে এসেও যদি সঠিক সময়ের টিকিট না পাই। তাহলে এই ঈদে স্ত্রী-সন্তান নিয়ে কিভাবে বাবা-মায়ের সাথে ঈদ করতে বাড়ি যাবো? সায়দাবাদে ফালগুনী বাসের টিকিট সংগ্রহ করতে আসা নারী সালমা বেগম বিডি২৪লাইভকে জানান, আমি বাগেরহাট যাওয়ার জন্য ৯ তারিখের টিকিট নিতে এসেছিলাম কিন্তু টিকিট পাইনি। আমি একা মহিলা মানুষ যাবো, অনেক রিকোয়েস্ট করেছি একটি টিকিটের জন্য কিন্তু আমাকে দেওয়া হয়নি। তখন আমার চোখে পানি চলে এসেছে। এরপর যখন আমি ওখান থেকে ফিরে যাচ্ছি তখন একজন আমাকে ডেকে একটি টিকিট দিয়েছে। তবে দাম নিয়েছে অনেক বেশি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: