বাংলাদেশের মশায় ডেঙ্গু হচ্ছে ভারতে!

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০১৯, ১২:৩৭ এএম
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও জটিল হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। দিন দিন দেশটিতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী সেখানে গত কয়েকদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ৭০০’র বেশি মানুষ। আর এতে চিন্তার ছাপ পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালেও! বৃহস্পতিবার (১ আগস্ট) কলকাতার এক অনুষ্ঠানে এরই কিছু আভাস ছুড়ে দেন মমতা। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি এর কারণ হিসেবে বাংলার মশাকে দায়ী করেন। মমতা বলেন, ‘বাংলার মশা এপারে আসে, আবার এপারের মশা বাংলায় যায়। আর এতে করেই বাড়ছে ডেঙ্গুর প্রবণতা।’ তার মতে, বাংলাদেশ থেকে ডেঙ্গুর জীবাণু নিয়ে এডিস মশা ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছে। তিনি জানান, বাংলাদেশে ডেঙ্গু মহামারী রূপ নিচ্ছে। এ বিষয়ে আমাদের বাড়তি সতর্কতা নিতে হবে। পশ্চিমবঙ্গেও ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যদিও এখন পর্যন্ত তা বাংলাদেশের তুলনায় অনেক কম। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলা ছাড়াও রাজ্যটির নদীয়া, মুর্শিদাবাদ ও মালদার বেশ কিছু এলাকায় ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। তবে, কলকাতায় এখনও ডেঙ্গুর তেমন কোনো খবর নেই।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: