পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ভারতের

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০১৯, ১২:৫৮ এএম
জম্মু-কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (৭ আগস্ট) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) নেওয়া সিদ্ধান্তের পরিপেক্ষিতে এ আহ্বান জানাল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক যোগাযোগের স্বাভাবিক চ্যানেল বজায় রাখার স্বার্থে পাকিস্তানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। প্রসঙ্গত, বুধবার পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন ও দ্বিপক্ষীয় সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণা দেয়। ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়াকে পাকিস্তান গতকালই বহিষ্কার করে। এ ছাড়া ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: