কাশ্মীরে মানুষ হত্যা বা গুম করা হচ্ছে?

প্রকাশিত: ১১ আগষ্ট ২০১৯, ০৪:৩২ এএম
কাশ্মীরে কী হচ্ছে তা জানেনা বিশ্ববাসী। সেখানের মানুষকে হত্যা বা গুম করা হচ্ছে বলেও রয়েছে গুঞ্জন। কাশ্মীরের নেতৃস্থানীয় সব নেতাকর্মীকেই কারাগারে ঢুকিয়েছে মোদি সরকার। পুরো উপত্যকায় গিজগিজ করছে লাখ লাখ সেনা-পুলিশ। মোড়ে মোড়ে শত শত চেকপোস্ট। টানা চার দিন ধরে চলছে অঘোষিত কারফিউ। এর ভেতরেই ফুঁসছে সেখানকার জনসাধারণ। ভারতের সরাসরি শাসন মানতে নারাজ ‘বিশেষ মর্যাদা’ হারানো এই উপত্যকা। অনেকের ধারণা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির চেহারা এখন বদলে যাবে। এদিকে কাশ্মীরে সংবাদ কর্মীদের ওপর কড়াকড়ি নিষেধাজ্ঞা। সেখানে দেশী সংবাদ কর্মীদের পাশাপাশি সংবাদ সংগ্রহ করতে বিদেশী সাংবাদিকদেরও বাধা দেওয়া হচ্ছে। এক বিদেশী সংবাদিক অভিযোগ করে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এক সপ্তাহ আগে কাশ্মীর পৌঁছেছেন তিনি। শনিবার পুলিশ শ্রীনগর তার হোটেলে গিয়ে সেই মুহূর্তেই এলাকা ত্যাগ করতে বলেছে। তিনি বলেন, আমার এখানে অবস্থানের বিষয় পূর্বনির্ধারিত ছিল। তবে জোরপূর্বক টিকিট কেটে রোববার সকালে আমাকে স্থান ত্যাগ করতে বাধ্য করে তারা। স্থানীয় সংবাদ সংস্থায় কাজ করা সাংবাদিক সান্না এরশাদ মাত্তো বলেন, পরিস্থিতি দেখতে ও সংবাদ করতে গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়েছি। বিভিন্ন চেকপোস্টে আমাকে বাধা দেয়া হয়েছে। মাত্তো বলেন, সাংবাদিকদের তাদের দায়িত্ব থেকে বিরত রাখতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় সরকার। আমরা অসহায়, এমনকি আমরা জানি না সেখানে কী ঘটছে। স্থানীয়দের জন্য এটা আরও খারাপ পরিস্থিতি। আমরা জানি না সেখানকার মানুষদের হত্যা করা বা বন্দি করা হচ্ছে কি না। এছাড়া বিবিসির এক সংবাদকর্মীও জানিয়েছিলেন তাকে বাধা দেওয়া হচ্ছে সংবাদ সংগ্রহের কাজে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: