ইতিমধ্যে ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy Note 10 আর Note 10+। শুক্রবার মধ্যরাতে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। এই প্রথম একাধিক ডিসপ্লে সাইজে Galaxy Note সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। Galaxy Note সিরিজের অন্যান্য ফোনের মতোই Galaxy Note 10 আর Galaxy Note 10+ ফোনে থাকছে S-Pen সাপোর্ট।
আর বাংলাদেশে এই ফোনের জন্য নেয়া হয়েছিল প্রি অর্ডার। যার স্টোক ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় অর্ডার আর নেয়া হচ্ছেনা বলে স্যামসাং বাংলাদেশের ওয়েব সাইট থেকে জানা গেছে।
দাম কত: ভারতে Samsung Galaxy Note 10 এর দাম ৬৯৯৯৯ টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Galaxy Note 10+ এর দাম শুরু হচ্ছে ৭৯৯৯৯ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 12GB RAM আর 256GB স্টোরেজ। 512GB স্টোরেজে এই ফোন কিনতে ৮৯৯৯৯ টাকা খ্রচ হবে। তিনটি রঙে পাওয়া যাবে Galaxy Note 10 সিরিজের ফোনগুলি।
Samsung Galaxy Note 10 আর Galaxy Note 10+স্পেসিফিকেশন: Galaxy Note 10 ফোনে রয়েছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। Note সিরিজের তুলনামুলক ছোট ডিসপ্লের এই ফোনে S-Pen ব্যবহার করা যাবে। অন্যদিকে Galaxy Note 10+ ফোনে রয়েছে 6.8 ইঞ্চি ডিসপ্লে। এটাই আজ পর্যন্ত Galaxy Note সিরিজের সবথেকে বড় ডিসপ্লে।
Samsung Galaxy Note 10 আর Galaxy Note 10+ ফোনের ডিসপ্লে, ব্যাটারি ও মেমোরি আলাদা হলেও অন্যান্য স্পেসিফিকেশন একই। দুটি ফোনেই থাকছে ডাইনামিক AMOLED ডিসপ্লে।
LTE ভেরিয়েন্টে 8GB RAM আর 258GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Galaxy Note 10। তবে এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না।
অন্যদিকে Galaxy Note 10+ ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। 1TB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে এই ফোনে। থাকছে 12GB RAM আর 512 GB স্টোরেজ। Galaxy Note 10 ফোনে 3,500 mAh ব্যাটারি থাকবে। Galaxy Note 10+ ফোনে থাকবে 4,300 mAh ব্যাটারি।
Samsung Galaxy Note 10, Galaxy Note 10+ ফোনে কোন হেডফোন জ্যাক থাকছে না। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। থাকছে Wifi, 4G,m Bluetooth V5.0, USB Type-C, NFC আর GPS।
ছবি তোলার জন্য Galaxy Note 10 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেখানে থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর থাকছে একটি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। Galaxy Note 10+ ফোনের পিছনে থাকছে একটি অতিরিক্ত ডেপ্ত সেন্সর।
পাঠকের মন্তব্য: