বিদেশী পিস্তল, গুলি-ম্যাগজিনসহ আটক ৩

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০১৯, ০২:০৯ এএম
রাজশাহী মহানগরীতে পুলিশের ওপড় হামলা করে পালিয়ে যাওয়ার সময় একটি চাকু, একটি বিদেশী পিস্তল, ৬রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ অভিজিৎ হালদার রিংকু (২২),আমির হোসেন (১৬) ও মোবারক হোসেন (১৭) নামে তিন যুবককে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ সংলগ্ন সান ডায়াল কোচিং এর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই মাইনুল আহত হন বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন। ওসি নিবারণ চন্দ্র বর্মন জানায়, আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মহানগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই মাইনুল ও তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কাদিরগঞ্জ সংলগ্ন সান ডায়াল কোচিং এর সামনে দায়িত্বরত ছিলেন। এ সময় ওই তিন যুবক রিকশা যোগে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাথমিকভাবে তাদের সন্দেহ হলে রিকশা থামিয়ে তাদের দেহ তল্লাশী করার সময় তাদের কাছে একটি ছুরি পাওয়া যায়। ছুরি কেন রেখেছে জিজ্ঞাসা করা মাত্র তাদের মধ্যে একজন এএসআই মাইনুলকে আঘাত করে। এতে তার হাতের আঙ্গুলে কেটে যায়। পরে ওই যুবকরা পালানোর চেষ্টা করলে শিরোইল পুলিশ ফাঁড়ির অন্যন্য পুলিশ সদস্যরা (কন্সটেবলগন) তাদের জাপটে ধরে আটক করে। এ সময় তাদের কাছে আরও একটি বিদেশী পিস্তল ৬রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাদের বোয়ালিয়া মডেল থানায় নিয়ে এসে জিঙ্গাসাবাদ করা হলে তারা নাটোর জেলার বড়াইগ্রাম থানার হারয়া রনজিৎ হালদারের ছেলে রাজশাহী কলেজের বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী অভিজিৎ হালদার রিংকু (২২)। রাজশাহী মহানগরীর কয়েরদাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে নওহাটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আমির হোসেন (১৬) ও রাজশাহী জেলার গোদাগাড়ীর মান্তইল এলাকার এমাজ উদ্দিনের ছেলে সপুরা ভোকেশনালের দশম শ্রেণির ছাত্র মোবারক হোসেন (১৭) বলে পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: