৬ পৌরসভায় ভোট ১৪ অক্টোবর

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ পিএম
দেশের ৬টি পৌরসভার শূন্য আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ি, মনোনয়ন দাখিল ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। সেদিন সকাল ৯ টা থেকে ৫টা পযন্ত ভোটগ্রহণ হবে। যে সব পৌরসভায় বিভিন্ন পদে ভোট হবে সেগুলো হচ্ছে, চাপাইনবাবগঞ্জ, পীরগঞ্জ, জলঢাকা, মাদারিপুরের রাজৈর, নড়াইল সদর ও লোহাগড়া। এর আগে গত মঙ্গলবার পঞ্চম উপজেলা পরিষদের ৮টি উপজেলায় সাধারণ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের ১৪টি ইউপিতে সাধারণ ও ১০৯ টি ইউপির উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: