ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী দেখছেন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কমিটি নিয়ে চূাড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের বর্তমান কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারির বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী দেখছেন। ছাত্রলীগে কোন সংযোজন, বিয়োজন, পরিবর্তন, সংশোধনের প্রশ্ন আসলে প্রধানমন্ত্রী নিজেই করবেন। এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোন সিদ্ধান্ত পাইনি। সম্মেলনের বিষয়টি পার্টির ইন্টারনাল মেটার উল্লেখ করে তিনি বলেন, পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখেছেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, পার্টির চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশুনার দায়িত্ব দিয়েছেন। সিদ্ধান্ত আকারে কোন কিছু না আসলে আমি কিছু বলতে পারি না। পদ্মা সেতুর টোল নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, টোলের ব্যাপারটা নির্ধারণ হওয়ার আগেই কিভাগে আগাম কথা বলবো? মূলত টোলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, সব মহাসড়কে টোল বসানো হবে না। জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো ৪, ৬ এবং ৮ লেনের সড়ক আছে আপাতত সেগুলোতেই টোল আরোপের চিন্তাভাবনা করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: