জঙ্গি আস্তানা দেখতে জনতার ভিড়

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪১ পিএম
ইমরান হোসেন, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় একটি এক তলা টিনশেড বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার (২৩ সেপ্টেম্বর ) মধ্যরাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। এরই মধ্যে ঐ বাড়িটি থেকে এখন পর্যন্ত এক নারীসহ তিনজনকে আটক করে তাদের হেফাজতে নিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদিনের দুই ছেলে ফরিদ উদ্দিন রুমি, জামাল উদ্দিন রফিক ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু। আটককৃত দুই সহোদরের মধ্যে ফরিদ উদ্দিন রুমি আহসানউল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং জামাল উদ্দিন রফিক কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা যায়। জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রেখেছে সেই বাড়িটি দেখতে ভিড় জমাচ্ছে আসে পাশের এলাকার সর্বস্তরের মানুষ। তবে নিরাপত্তার কারণে বাড়িটির আশে পাশে পুলিশ সদস্যরা ঘিরে রাখার কারণে কেউই দেখতে পারেছে না। এদিকে দুপুর ১২ টা নাগাত কাউন্টার টেরিজোমের প্রধান মনিরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শনে এসেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: