পঞ্চগড়ে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪০ পিএম
পঞ্চগড়ে সেসিপ এর আওতায় সদর উপজেলার মাধ্যমিক স্তরের ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সেসিপ থেকে প্রদত্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সেসিপ) আওতায় ১ হাজার ১৮ ধরণের নানা বৈজ্ঞানিক যন্ত্রাংশ তুলে দেয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: