লিসা মামলার আসামির আত্নসমর্পন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩২ পিএম
চাঞ্চল্যকর সাদিয়া সামাদ লিসা (১৪) অপমত্যুকে কেন্দ্র করে মামলার প্রধান আসামি আয়মান নাকিব সাদ (১৪) পঞ্চগড় শিশু আদালত এর বিচারক জালালউদ্দিন এর (জেলা ও দায়রা জজ) কাছে আত্মসমর্পন করেছে। আত্মসমর্পন এর পর বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে কিশোর শোধনাগাড়ে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবি মির্জা সারোয়ার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে সাদ এর পরিবার আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের সন্তান কে আত্মসমর্পন করান। এর আগে গত ২০ সেপ্টেম্বর লিসার বাবা বাদি হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাদকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা দায়ের করেন। এদিকে পুলিশ শুক্রবার লাশ উদ্ধারের সাথে সাথে মামলার অপর দুই আসামি আতিক মোহাম্মদ আকাশ (১৬) এবং মেহেদি হাসান মুন্না (১৫)কে আটক করে । পরে আকাশ ও মুন্নাকে আদালত কিশোর শোধনাগারে পাঠায়। তিনজনকে আসামি করে মামলা হওয়ার পর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এর প্রতিবাদ ও বিচার দাবী করে এবং আটোয়ারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর উদ্যোগে মানববন্ধন করেছে। আত্মসমর্পন কারি আসামি সাদ এর পরিবার মঙ্গলবার আদালত প্রাঙ্গনে কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের জানায় আমরা আইন এর প্রতি শ্রদ্ধা রেখে আমাদের দ্বিতিয় সন্তান সাদকে আদালতে আত্মসমর্পন করিয়েছি। সাদ এর মা লায়লা আরজুমান বানু শিউলি জানায় আমিও লিসা অপমৃত্যুর সঠিক বিচার চাই । আমার ছেলে সাদকে একটি কুচক্রি মহল অতি উৎসাহি করে ফাঁসিয়েছে। আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে ফাঁসানো হতেও পারে। কারন আটোয়ারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাথে শিক্ষক নিয়োগ বিষয়ে মামলা রয়েছে। সাদ এর লিখিত বক্তব্যে আরও জানায় লিসার মৃত্যু একটি হৃদয়বিদারক ঘটনা তবে পূর্বশত্রুতার জের ধরে ইতিমধ্যে ঘটনাকে ভিন্নখাতে প্রবহিত করতে একটি মহল ষড়যন্ত্র করছে । এদিকে সাদ আত্মসমর্পন এর পর মামলার বাদি আব্দুস সামাদ এর সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন আমি আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত করে সুষ্ট বিচার দাবি করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: