ক্যামেরা বন্ধ হলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১ পিএম
দিনভর গানের শুটিংয়ের মধ্য দিয়ে ক্যামেরা বন্ধ হলো দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার। গানটির নাচের কোরিওগ্রাফি করেন মাসুম বাবুল। আকাশ মুখ লুকিয়ে’ শিরোনামের গানে দর্শক দেখতে পাবে নায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিটের একটি রিসোর্টে দিনভর গানটির শুটিংয়ে অংশ নেনে বাপ্পি ও অপু। এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বিডি২৪লাইভকে বলেন, ৩০০ ফিটের একটি রিসোর্টে সারাদিন কাজ চলেছে। খুব সুন্দর ভাবেই কাজটি শেষ করলাম আমরা। রোমান্টিক গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সিনেমাটিতে অপুর চরিত্রের নাম ঈশানা আর বাপ্পির নাম আবীর। এতে আরও অভিনয় করেছেন- সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ অনেকে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে এটি নির্মিত হচ্ছে। ২০০১ সালে রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায়। সুপারহিট এই সিনেমার নামের সঙ্গে মিল রেখে পরিচালক নতুনটির নাম রেখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে তিনি জানান, নতুন সিনেমাটি আগেরটির সিক্যুয়েল নয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: