বহিষ্কারের ক্ষোভে সাংসদকে যা বললেন সেই নেত্রী

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৭ এএম
দল থেকে স্থায়ী বহিষ্কার করায় এবার চটেছেন সদ্য বহিষ্কৃত জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আরা শিল্পী। তার বহিষ্কার আদেশে স্বাক্ষরকারী মহিলা আসনের সংসদ সদস্য ও সংগঠনের জেলা সভাপতি রত্না আহমেদকে রাজাকারের স্ত্রী বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন শামীম আরা শিল্পী। শামীম আরা শিল্পী দাবী করেন, তিনি সংগঠনে সবার সাথে যোগাযোগ রেখে চলেন। তাই তার জনপ্রিয়তা বেশি। এতে ঈর্ষান্বিত হয়ে সাংসদ রত্না তাকে অন্যায়ভাবে বহিস্কার করেছেন। সাংসদ রত্না আহমেদের প্রয়াত স্বামী মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চম্পাকে রাজাকার মন্তব্য করে করে শিল্পি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রত্না আহমেদের অনুরোধে তিনি সরে আসেন। সংবাদ সম্মেলনে শামীম আরা শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্প্রতি নৈতিক স্খলনের একটি ঘটনার ব্যাপারে প্রম্ন করা হলে শিল্পি বলেন, তিনি রাজনীতি করেন বলে মানুষকে সহেযাগিতা করেন। ঘটনার দিন ওই ব্যাবসায়ীর নিকট থেকে তিনি পাওনা টাকা আদায় করেছিলন এক আত্নিয়ের বাড়িতে বসে যা পরবর্তিতে বড় ধরনের মিথ্যাচারে রুপ নিয়ে তার সম্মান ক্ষুন্ন করে। উল্লেখ্য, চাঁদাবাজীসহ নানা অপকর্মের অভিযোগে গত ২২শে সেপ্টেম্বর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাধারন সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় শামীম আরা শিল্পিকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: