স্বামী বিদেশ, ইমামের সাথে অনৈতিক কাজ করতে গিয়ে ২০০ টাকা জরিমানা!

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৪ পিএম
এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে মুন্সীগঞ্জের সাবেক এক ইমামকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে জনতা। পরে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তাঁদের অনৈতিক কাজ প্রমাণিত না হলেও ‘অনৈতিক কাজের চেষ্টা’র অভিযোগে তাঁদের ২০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল রবিবার উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর গুয়াখোলা সরকারবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোশারফ হোসেনকে (২৮) গতকাল ভোরে গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে বের হতে দেখে তাঁকে আটক করে জনতা। তাঁকে গাছের সঙ্গে বেঁধে উত্তম-মধ্যম দেওয়া হয়। পরে ইমাম ও ওই নারীকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ বিকেলে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিতা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণ করতে পারেনি স্থানীয় জনতা। তবে তাঁদের মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায় একে অন্যের সঙ্গে যোগাযোগ ছিল। তাই অনৈতিক কাজের উদ্দেশ্যে নারীর ঘরে প্রবেশের চেষ্টার অভিযোগে তাঁদের দুজনকে ২০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: