হঠাৎই রাতে বন্ধ হয়ে গেছে ৩ টি ঘাট

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ০৫:২৯ এএম
পদ্মায় পা‌নিবৃ‌দ্ধি‌ ও তীব্র স্রো‌তের কার‌ণে পাটুরিয়া-দৌলতদিয়ায় ছয়টি ফেরিঘাটের মধ্যে তটি ঘাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২ অক্টোবর) রাতে ঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়। বাকি ৩টি ঘাটে ফেরি চলাচল করলেও তীব্র স্রোতের কারণে তা ব্যাহত হচ্ছে। এতে ব্যহত হচ্ছে ফেরি চলাচল। এর ফলে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। কারন দুই পাশেই আটকা পরে গেছে অনেক বাসসহ যানবাহন। দৌলতদিয়া লঞ্চঘাট সুপারভাইজার মো. মোফা‌জ্জল হো‌সেন বলেন, তীব্র স্রো‌তের বিপরী‌তে লঞ্চ চল‌তে না পাড়ায় দুর্ঘটনা এড়া‌তে সকাল সোয়া ১০টা থে‌কে লঞ্চ চলাচল বন্ধ র‌য়ে‌ছে। স্রো‌তের তীব্রতা কম‌লে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে। ল‌ঞ্চের যাত্রীরা এখন ফে‌রি‌তে পারাপার হচ্ছে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: