পাকিস্তান সফর নিয়ে যা বললেন আকরাম খান

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৫:০২ পিএম
সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের স্টেডিয়ামগুলোকে বর্জন করেছিলো পুরো ক্রিকেট বিশ্ব। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২০০৯ সালের পর এই প্রথম পাকিস্তানে খেলতে গিয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। আর তাই পাকিস্তানের মাটিতে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে পিসিবি।পাকিস্তানের আমন্ত্রনের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, 'পাকিস্তানে নিরাপত্তার ব্যাপারটি স্পর্শকতার হওয়ায় এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।' আকরাম খান বলেন, 'তাদের পাঠানো প্রস্তাবটা বেশ আগের। আমরা বলেছি নিরাপত্তা ইস্যুটা আমাদের দেখতে হবে। তারপর সিদ্ধান্ত।' চিঠির এখনো কোনো উত্তর দেয়নি বিসিবি। কারণ নিরাপত্তা ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্ব দেবে ক্রিকেট বোর্ড। তাই পরবর্তী বোর্ড সভায় এ নিয়ে আলোচনা করা হবে। তারপর সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করবে বিসিবি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: