বুয়েট থেকে চলে গেল আবরারের শেষ চিহ্নটুকু

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ০৩:২১ এএম
বুয়েট থেকে চলে গেল আবরারের শেষ চিহ্নটুকু। প্রায় দুই বছর আগে শেরেবাংলা হলের ১০১১ নম্বর রুমে আবরার উঠে ছিলেন চোখভরা স্বপ্ন নিয়ে। বুধবার (৩০ অক্টোবর) এই রুমে থাকা আবরারের সমস্ত জিনিসপত্র বুঝিয়ে দেয়া হলো আবরারের বাবা বরকতউল্লাহকে। আবরারের বাবা বরকতউল্লাহ বলেন, কয়েকদিন আগেই বুয়েট থেকে আমাকে মোবাইল ফোনে আবরারের জিনিসপত্র নিয়ে যেতে বলেছিলেন। তাদের কথায় আমারা এসে সব জিনিসপত্র বুঝে নিয়েছি। তিনি বলেন, আবরারের শেষ স্মৃতি হিসেবে তার ব্যবহৃত এই জিনিসগুলো আমরা রেখে দেব। আবরারের ফুপাতো বোন আফরিদা পারভীন লিজা বলেন, ছোট ভাই ফাইয়াজের জন্য একটি শার্ট কিনেছিল আবরার। শার্টটি তার রুমেই ছিল। ফাইয়াজ শার্টটি দেখেই কান্নায় ভেঙ্গে পড়েন। বার বার শার্টটি ধরে দেখছিল আর তখন ফায়াজের মুখটা বেদনায় ভরে যাচ্ছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: