শিক্ষার্থীদের রক্ষায় পুলিশের সামনে শিক্ষকদের মানব দেয়াল

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৯, ১২:২০ এএম
সাকিব আবদুল্লাহ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্ষা করতে সশস্ত্র পুলিশ ফোর্সের সামনে মানব দেয়াল তৈরী করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক ভূঁইয়া বিডি২৪লাইভকে জানান, আমরা ৪০ জন শিক্ষক মিলে হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে এই মানব দেয়াল তৈরী করেছি। আমরা আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ বা ছাত্রলীগের হামলা হতে পারে। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ছটায় মানব দেয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি এ কথা জানান। উল্লেখ্য, জাবি কর্তৃপক্ষের দেয়া হল ভ্যাকেন্টের নির্দেশ প্রত্যাখান করে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। বুধবার বিকেল পাঁচটা থেকে আবারও তারা উপাচার্য ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: