দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করলেন জা‌বি ছাত্রলীগ সাধারণ সম্পাদ‌ক

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৯, ০৬:৪৬ এএম
পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল। মঙ্গলবার (৫ নভেম্বর) পদত্যাগপত্র হা‌তে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আহসান হাবিব। আহসান হাবিব জানান, ‘গত পরশুদিন (মঙ্গলবার) জাবি ছাত্রলীগের সম্পাদক আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি পদত্যাগপত্র পড়ে দেখিনি। পরে সভাপতি-সাধারণ সম্পাদককের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছি।’ ব্যক্তিগত কারণে চঞ্চল পদত্যাগ করতে পারেন বলে জানান তিনি। জানা যায়, গত আগস্ট মা‌সে বিশ্ব‌বিদ্যাল‌য়ের উন্নয়ন প্রক‌ল্পে দুর্নী‌তির অ‌ভি‌যো‌গে আ‌ন্দোলন শুরু হয়। ওই অ‌ভিযো‌গে শাখা ছাত্রলী‌গের সভাপ‌তি-সাধারণ সম্পাদক সহ বেশ ক‌য়েকজন নেতার জ‌ড়িত থাকার কথ‌াজিানা যায়। আ‌ন্দোলন শুরু হ‌লে ক‌য়েক‌দি‌নের ম‌ধ্যে ক্যাম্পাস ত্যাগ ক‌রে নিজ এলাকায় (দিনাজপুর) চ‌লে যান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল। তখন থে‌কেই তি‌নি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘আমি বিষয়টি জানি না। কেন্দ্র থেকে আমাকে অবগত করা হয়নি।’ এ বিষ‌য়ে নাম প্রকাশে অনিচ্ছুক জা‌বি শাখা ছাত্রলী‌গের এক সহ সভাপ‌তি জানান, সাধারণ সম্পাদক বিশ্ব‌বিদ্যাল‌য়ের অর্থ‌কে‌লেঙ্কা‌রির সা‌থে জ‌ড়িত থে‌কে বিব্রত হ‌য়ে‌ছেন। ঈদ সালামীর বিপুল প‌রিমাণ টাকা ভাগাভা‌গি কর‌তে গি‌য়ে তার নিজ গ্রু‌পের কর্মী‌দের ম‌ধ্যে দ্বন্দ্ব সৃ‌ষ্টি হয়। এ দ্ব‌ন্দের জে‌রে ক্যাম্পাস ছাড়‌তে হয়ে‌ছে তাকে। উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর জুয়েল রানাকে সভাপতি ও এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ প্রায় দুই বছর আগে শেষ হলেও এখনো নতুন কমিটি হয়নি। ফলে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে জাবি ছাত্রলীগ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: