দায়িত্বে পালনে অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০৮:১৪ পিএম
আগামী রোববার (১৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এ পরীক্ষায় কারও পরীক্ষায় দায়িত্বে পালনে অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে পরীক্ষার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন শিক্ষার্থী। তিনি আরও বলেন, যেসব এলাকা ঘূর্ণিঝড় বুলবুলে আক্রান্ত হয়েছে সেসব এলাকার পরীক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হবে না। উল্লেখ্য, গত বছরের তুলনায় এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী কমেছে। দুটি পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থী কমেছে এক লাখ ৯২ হাজার ৬৩২ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: