লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ঘটনায় ৩ শ্রমিক নিখোঁজ, উদ্ধার ২

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ০৭:১৭ পিএম
মুন্সীগঞ্জের মেঘনা নদীর গজারিয়া অংশে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এম.ভি নাদিয়া নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডটির তিন শ্রমিক নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিজাম নামে বাল্কহেডের এক শ্রমিক ও এক কোস্ট গার্ড সদস্যক জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও উদ্ধার হওয়াদের সাথে কথা বলে জানা যায়, রাতে মেঘনা নদীতে বালু বোঝাই বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা থাকায় গতকাল রাতে অভিযান পরিচালনা করে ৫টি বাল্কহেড আটক করে গজারিয়া কোস্ট গার্ড। রবিবার (১৭ নভেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের শাস্তি দেবার কথা ছিল সে লক্ষ্যে বাল্কহেড পাঁচটি গজারিয়া কোস্টগার্ড স্টেশন সংলগ্ন মেঘনা নদীতে নোঙ্গর করা ছিল। এদিকে আজ ভোর ৫:১০ মিনিটে বরিশাল থেকে সদরঘাটগামী এমভি কীর্তনখোলা-২ লঞ্চটি নোঙ্গর করে রাখা বাল্কহেডের পেছনে আঘাত করলে এম.নাদিয়া বাল্কহেডটি ডুবে যায়। এসময় বাল্কহেডে থাকা ইমাদুল( ৩৮), আসলাম (২৪) ও অজ্ঞাত পুরুষ ( ৫৫) নামে তিন শ্রমিক নিখোঁজ হয় আর নিজাম (৩০) নামে অপর এক শ্রমিক ও গজারিয়া কোস্ট গার্ডের এক সদস্য নদীতে ঝাপ দিলে তাদের উদ্ধার করা হয়। পাগলা কোষ্টগাডের পেটি লুৎফর রহমান রহমান জানিয়েছেন, সদরঘাট থেকে লঞ্চটির চালক শহীদুল ইসলাম ও লঞ্চের কয়েকজন কর্মচারীসহ লঞ্চটিকে আটক করা হয়েছে। এদিকে উদ্ধার অভিযানে কোষ্টগাড ফায়ার সাভিস ও নৌপুলিশের

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: