বিশ্বকাপ ফাইনালে টাইগারদের নিয়ে যা বললেন আসিফ নজরুল

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ পিএম
ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে লড়ছে বাংলাদেশ যুব দল। সিনিয়র এবং জুনিয়র দল মিলিয়ে এটাই প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে বাংলাদেশ। এর আগে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। ভারত শক্তিশালী দল হলেও বাড়তি দুশ্চিন্তা নেই বাংলাদেশ শিবিরে। পুরো টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশ দল নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলে যাবে। ম্যাচের আগের দিন শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রত্যয়ী কণ্ঠে অধিনায়ক আকবর আলী এটাই বলেছিলেন। বাংলাদেশের ফাইনালকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আসিফ নজরুলের স্ট্যাটাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- 'বাংলাদেশের অনু-১৯ এর ফাইনাল খেলা হচ্ছে এখন। দেশের জন্য দোয়া করেন, প্রার্থনা করেন।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: