বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৭ এএম
ভারতে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকরীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্র ফ্রন্টের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কামাল-রঞ্জিত মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এসময় নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে ছাত্রফ্রন্টের সভাপতি গৌতম কর বলেন, দিল্লীর মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা-অগ্নিসংযোগ অবিলম্বে বন্ধ করার কার্যকর উদ্যোগ নিতে বিজেপি সরকারের ওপর চাপ প্রয়োগে বাংলাদেশ সরকার ও জাতিসংঘকে তৎপর হতে হবে। ধর্ম বর্ণ জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: