ইবিতে বিএড ও এমএড কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১০:৪৫ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) অধীন ব্যাচেলর অব এডুকেশন (বিএড), মাস্টার্স অব এডুকেশন (এমএড) ও ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে অধ্যাপক ড. মেহের আলী বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও বেশ সন্তষজনক ছিলো। পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।’ জানা যায়, এবছর বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে আবেদন করেন ১১০ জন শিক্ষার্থী। এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫০ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৪০টি আসনের বিপরীতে আবেদন করেন ৪৩০ জন ভর্তিচ্ছু।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: