খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাষ্ট্রপতিকে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশিত: ০৮ মার্চ ২০২০, ০৯:০১ পিএম
বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে স্মারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (৮ মার্চ) দুপুরে এক বিক্ষোভ মিছিল শেষে ঢাবি ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের মাধ্যমে ঢাবির চ্যান্সেলর ও রাষ্ট্রপতিকে এই স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের দায়ের করা মিথ্যা মামলায় গত দু’বছর যাবৎ কারাগারের নির্জন প্রকোষ্ঠে রয়েছেন। তার শরীরের অবস্থা অনেকটাই নাজুক। তার সাথে সাক্ষাৎ শেষে পরিবারের সদস্যরা গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। বেগম খালেদা জিয়া সবদিক বিবেচেনায় জামিন পাওয়ার যোগ্য হলেও সরকারের দ্বারা প্রভাবিত হয়ে জামিন দেয়া হচ্ছে না। এ অবস্থায় যেকোনো সময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা করছি আমরা। বাংলাদেশের নারী অগ্রগতিতে রাখা অবদান এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তার নিঃশর্ত মুক্তির জন্য আপনার পদক্ষেপ কামনা করছি।' ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিন শতাধিক নেতাকর্মী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: