করোনা প্রতিরোধে গোলাম রাব্বানীর ৭ পরামর্শ

প্রকাশিত: ১২ মার্চ ২০২০, ০৬:৪১ পিএম
করোনাভাইরাস প্রতিরোধে সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই জানিয়ে করোনা থেকে বাঁচতে সাত পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। মঙ্গলবার (১০ মার্চ) রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এই পরামর্শ দেন রাব্বানী। ফেসবুক পোস্টে রাব্বানী লিখেছেন, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, সবাই মাস্ক ব্যবহার না করে, শুধুমাত্র যাদের সর্দি-কাশি, জ্বর অনুভব হচ্ছে তারা মাস্ক ব্যবহার করুন। আর কিছু নিয়ম মেনে চলুন, ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন।’ রাব্বানীর সাত পরামর্শ: ১. খাবার আগে সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিন। ২. চোখ, নাক ও মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন। ৩. কাশি বা হাঁচি দেওয়ার সময় হাতের তালু ব্যবহার থেকে বিরত থেকে, কনুই অথবা টিস্যু ব্যবহার করুন। ৪. সর্দি-কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ৫. ব্যবহৃত টিস্যু সাবধানে ও দ্রুত ডাস্টবিনে ফেলে নষ্ট করে ফেলুন। ৬. হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন। ৭. অন্য কারো কাছে সংস্পর্শ থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: