করোনা শঙ্কায় ইবির টিএসসিসিতে জনসমাগম নিষিদ্ধ

প্রকাশিত: ১২ মার্চ ২০২০, ১১:০১ পিএম
মরণঘাতি করেনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিটি) সব ধরণের জনসমাগম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ১২ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত টিএসসিসি’র মিলনায়তনসহ সর্বত্র জায়গায় গণজমায়েত হয় এমন সবধরণের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। এ বিষয়ে তিনি জানান, উপাচার্য মহোদয়ের নির্দেশ অনুযায়ী আগামী ২৫ মার্চ পর্যন্ত টিএসসিসিতে আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূর্ণমিলনীর মতো জনসমাগম হয় এমন সব ধরণের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞ জারি করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: