ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ১০:২৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও খেলাধুলাসহ অবকাঠামোগত উন্নয়নের সচিত্র প্রতিবেদন সম্বলিত ত্রৈমাসিক প্রকাশনা ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে এ ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রকাশনাটির সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘ত্রৈমাসিক ইসলামী বিশ^বিদ্যালয় বার্তাটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্মারক গ্রন্থ। এটি পড়লে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সাংস্কৃতি, গবেষনা, খেলাধুলা ও অবকাঠামোগত উন্নয়নে কতদূর এগিয়ে গেছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: