গোপনে অফিস থেকে নথি সরানোর অভিযোগ, ইবি কর্মকর্তাকে শোকজ

প্রকাশিত: ২২ মার্চ ২০২০, ০৪:০৯ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে গোপনে ফাইল সংগ্রহ করে অফিসের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আনিছুর রহমান নামের ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের শাখা কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামানের সহকারী বলে জানা গেছে। এ ঘটনায় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জমান টুটুল কর্তৃক দপ্তরের নিরাপত্তা চেয়ে করা লিখিত এক অভিযোগের ভিত্তিতে শনিবার (২১ মার্চ) ওই কর্মকর্তাকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) রাতে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আনিছুর রহমানকে শোকজ করার পাশাপাশি প্রকৌশল অফিস থেকে তাকে শেখ রাসেল হলে বদলি করা হয়েছে।' এ বিষয়ে প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, 'শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে আমার অফিসের কর্মচারী মিন্টু নথি সরানোর বিষয়টি দেখার পর আমাকে জানায়। এর আগেও আমার অফিস থেকে নথি ওলট-পালট হয়েছে। এরপর আমি বিষয়টি নিয়ে প্রশাসনের দারস্থ হই।' জানতে চাইলে অভিযুক্ত আনিছুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ওইদিন আমি আমার মোটরসাইকেলের চাবি আর ব্যাংকের চেক আনতে অফিসে গিয়েছিলাম। চাবি ও চেক নিয়ে আমি সেখান থেকে চলে আসি। আমি স্যারের কক্ষে ঢুকিইনি।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: