বাংলাদেশের যে ১২ জেলায় এখনও করোনা পৌছায়নি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০, ০৭:০৮ পিএম
শনিবার পর্যন্ত দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৪৪ জন। এছাড়া বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ৯ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জন। এদিকে ক্রমশই ঢাকা হয়ে উঠছে করোনার রেড স্পট। প্রতিদিনই দেশের অন্যান্য জায়গার তুলনায় ঢাকায় আক্রান্ত হচ্ছে বেশি। আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতে আক্রান্ত ৮৪৩ জন। বাংলাদেশে ১২ জেলা বাদে সবগুলো জেলাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ৫২টি জেলায় করোনাভাইরাস ছড়িয়েছে। এখনো ১২টি জেলায় সংক্রমণ হয়নি বলে আইইডিসিআরের তথ্য বলছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নওঁগা, নাটোর, ভোলা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, জয়পুরহাট।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: