আক্কেলপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় বকাবকি, কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০, ০৪:৪১ এএম
জয়পুরহাটের আক্কেলপুরে উজ্জল হোসেন (১৬) নামের এক কিশোর গার্মেন্টস কর্মী ঢাকা থেকে ফিরে হোম কোয়ারেন্টাইন না মেনে অববাধে এলাকায় বিরচণ করায় পরিবার ও গ্রাম বাসীর বকাবকি সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে। রায়কালী ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর রহমান হামিদ জানান, উপজেলার রায়কালী ইউনিয়নের উপর শিয়ালা গ্রামের সিরাজের পুত্র উজ্জল হোসেন (১৬) ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করত। সে গত দুই দিন আগে লকডাউন চলাবস্থায় ঢাকা থেকে নিজ বাড়িতে আসে। নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন না মেনে এলাকায় অবাধে ঘোরাফেরা করায় তার পরিবারের ও গ্রামের লোকজন বর্তমান করোনা ভাইরাস ঝুঁকি থেকে বাঁচতে বকাবকি করে হোমকোয়ারেন্টাইনে থাকতে বলে। এতে সে অভিমান করে মঙ্গলবার সন্ধ্যায় সকলের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, উজ্জল হোসেন নামের একগার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ মামলা বা অভিযোগ করেনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: