‘স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আইসোলেশনে নয়, ছুটিতে’

প্রকাশিত: ১৩ মে ২০২০, ০২:০৫ এএম
‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বর্তমানে ছুটিতে আছেন। আইসোলেশনে নয়।’ স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলী শেখ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডা. আবুল কালাম আজাদ আইসোলেশনে নেই। দীর্ঘ দিন একটানা কাজ করার ফলে তিনি শারীরিকভাবে ক্লান্ত, ফলে ছুটি নিয়ে বাড়িতে বিশ্রামে আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাও একই কথা বলেন। তিনি বলেন, মহাপরিচালক শারীরিকভাবে অসুস্থ থাকায় ছুটিতে আছেন। ওনার দায়িত্বে আমি কাজ করছি। তবে মহাপরিচালক কত দিনের ছুটিতে আছেন বা কবে কাজে যোগ দেবেন এসব প্রশ্নের উত্তর এড়িয়ে যান নাসিমা সুলতানা। বিভিন্ন সংবাদমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন বা এ ধরনের খবরের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর কিছু জানে না বলে জানিয়েছে। এদিকে মঙ্গলবার (১২ মে) দুপুরে এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কল রিসিভ করেননি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: