একদিনে ঢাকা-চট্টগ্রামে মারা গেছে বেশি!

প্রকাশিত: ১৪ মে ২০২০, ০৯:২৫ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। আর এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮,৮৬৩ জন। আর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬৬ জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৩৬১ জন। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১ ও নারী ৩ জন। এর মধ্যে ঢাকায় নয়জন ও চট্টগ্রামে ৫ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী নমুনা পরীক্ষা করা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯২ টি নমুনা পরীক্ষা করে রোগীএসব ফলাফল পাওয়া যায় গেছে। বাংলাদেশে এখন পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: